রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:৫৬ পূর্বাহ্ন
জাকির এইচ সুমনঃ করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের ন্যায় সারাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দিবসটি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতা সৃষ্টির জন্য দিবসটির গুরুত্ব অপরিসীম। দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা শেষে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরন করেছে কান্তা নারী উন্নয়ন সংস্থা।
সোমবার ৮ মার্চ সকালে পৌরশহরস্থ সংস্থাটির নিজস্ব কার্যালয়ে উপস্থিত সদস্যদের মাঝে করোনা প্রতিরোধে এসব সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
কান্তা নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,শতাধিক বেদে নারীসহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত লিখুন