শনিবার, ২৮ মে ২০২২, ০৪:৩৪ অপরাহ্ন
জেড.এইচ.সুমনঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমাদাদুল হক।
গতকাল সোমবার (১৭ জানুয়ারী) ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে, রবিবার (১৬ জানুয়ারী) রাতে ৫ জনসহ চলতি মাসে ১৭ দিনে মাদক, সিআর, জিআর ও থানার নিয়মিত মামলায় ৩৪ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় আসামীদেও কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রবিবার(১৬ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রি সময় উপজেলার বরমপাড়া এলাকা ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত আঃ মান্নানের ছেলে মাদকব্যবসায়ী সফিকুল ইসলাম, পৌর কলছমা গ্রাম থেকে ৩টি মামলা সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহজাহান, কাঞ্চনপুর ইউনিয়নের শেফালী পাড়া গ্রাম থেকে থানা নিয়মিত মামলা ওয়ারেন্টভুক্ত আসামী খোকন পাটোয়ারী, আকলিমা বেগম, রহিমা বেগমকে গ্রেফতার করেন। এর পুর্বে শনিবার (১৫ জানুয়ারী) আকরতমা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ৩টি মামলার পলাতক আসামী হুমায়ুন কবিরকে, শুক্রবার (১৪ জানুয়ারী) নন্দনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ জহির ও পানিয়ালা গ্রামের শাহজানের ছেলে আমির হোসেনকে , বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) ২৩পিস ইয়াবা ট্যাবলেটসহ চাঙ্গিরগাও গ্রামের নাছির আলী ছেলে মাদকব্যবসায়ী জসিম ও নন্দনপুর গ্রামের মৃত শরাফত আলীর ছেলে থানার নিয়মিত মামলার আসামী শফিকুল ইসলাম খোকনকে, বুধবার( ১২ জানুয়ারী) পশ্চিম বিঘা গ্রামের মৃত হাজী আবিদ বেপারীর ছেলে শামছুল আলম সোহাগকে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মঙ্গলবার ( ১১ জানুয়ারী) কাশিমনগর গ্রামের আনোয়ার হোসেন ছেলে বেলায়েত হোসেন মোহন,সোনাপুর গ্রামের অরুন চন্দ্রপালের ছেলে সজিব চন্দ্রপাল ও চন্ডিপুর গ্রামের আবুল কালাম ছেলে রাশেদকে সোমবার (১০ জানুয়ারী) হাজিরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ছেলে মোঃ আব্দুল আজিজ সর্দার (আরিফ) কে, রবিবার (৯ জানুয়ারি) পশ্চিম বিঘা গ্রামের মৃত সৈয়দ আলী ছেলে আমির হোসেন প্রকাশ হোসেনকে, শনিবার (৮ জানুয়ারি) মাছিমপুর গ্রামের হোসেন আলীর ছেলে ইসমাইল হোসেন, লক্ষ্মীধরপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ছেলে ইসমাইল হোসেনকে, শুক্রবার (৭ জানুয়ারি) তাহেরপুর গ্রামের মোঃ হানিফ ছেলে মোঃ রুবেল, লক্ষ্মীধর পাড়া গ্রামের মোঃ চৌধুরীর ছেলে মোঃ রাশেদ, মোঃ আবুল বাশারের ছেলে মোঃ সোহল, পশ্চিম ভাদুর গ্রামের বিল্লালের ছেলে মোঃ রাশেদ ও পূর্ব ভাদুর গ্রামের মোঃ আলীর ছেলে মোঃ রায়হানকে, বৃহস্প্্রতিবার(৬ জানুয়ারি) আউগানখিল গ্রামের এরশাদ হোসেনের ছেলে মোঃ মাসুদ আলম,বিষ্ণুপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে ইমরান হোসেন পিন্টুকে, বুধবার (৫ জানুয়ারী) নাগরাজারামপুর গ্রামের আলী মিয়ার ছেলে আবুল হাসেম, বাউলখারা গ্রামের মৃত ইদ্রিস মৌলভীর ছেলে মোঃ মোজাম্মেল হোসেনকে, মঙ্গলবার (৪ জানুয়ারী) পশ্চিম ভাদুর গ্রামের আব্দুস ছমেদ মিয়ার ছেলে সোহাগ হোসেনকে, মাদক ব্যবসায়ী ও জিআর মামলার পলাতক আসামী রাঘবপুর গ্রামের মুকবুলের ছেলেওয়াছিফুল ইসলাম প্রকাশ রবিনকে ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ, শেফালীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, ও নিচহারা গ্রামের সুলতান মিয়ার ছেলে মনির হোসেন মনুকে, শনিবার (১ জানুয়ারী) নন্দনপুর গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মোঃ রাশেদকে ৫৫ ইয়াবা ট্যাবলেটসহ ও দেহলা গ্রামের মৃত আসাদ উল্যাহ ছেলে সোহাগ হোসেন, রতনপুর গ্রামের হাবিব উল্যার ছেলে এমরান হোসেন, রাঘবপুর গ্রামের মজিবুল হকের ছেলে আসামী ইসমাইল হোনেকে গ্রেফতার করেন
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, জেলা পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় থানা এলাকার আইন শৃংখলা ভাল রাখার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩জন গ্রেফতার ও ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথারীতি জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য- এমদাদুল হক ২৬ ডিসেম্বর রামগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন৷
আপনার মূল্যবান মতামত লিখুন