শনিবার, ২৫ জুন ২০২২, ০৪:০৪ অপরাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংকট কালে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এবং থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন আজ সোনাপুর বাজার, রামগঞ্জ বাজার এবং শিশু পার্ক এর কাঁচা বাজার ও মাছ বাজার মনিটরিং করেন। এসময় পবিত্র রমজানে নিত্য প্রয়োজনী দ্রব্যের বাজারদর যাহাতে বৃদ্ধি করা না হয় সেজন্য সকল দোকানদারকে নির্দেশ প্রদান করেন।
ইউএনও মুনতাসীর জাহান বলেন, করোনা ভাইরাস ও আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীরা যাতে কোন কারসাজি করে জিনিসপত্রের দাম না বাড়াতে পারে এজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারী দেন তিনি।
আপনার মূল্যবান মতামত লিখুন