রবিবার, ২৬ জুন ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আজ রবিবার বিকেলে রামগঞ্জ খাঁন টাওয়ারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠান পূর্বে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ খান টাওয়ারে আলোচনা সভা ও কেক কাটা মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সভায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মামুন হোসেন জয়ের সভাপতিত্বে ও মোঃ রাকিব আহম্মেদের সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও এমপির স্হানীয় প্রতিনিধি সাবেক মেয়র বেলাল আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদীকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি,৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া,উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক কামাল পন্ডিত, মোঃ নোমান হোসেন,পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ নাসির উদ্দীন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান প্রমখ।
আপনার মূল্যবান মতামত লিখুন