রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন
বাংলার আলো নিউজ ডেস্ক ঃ করোনা সংকট মোকাবিলায় লক্ষ্মীপুরের রামগঞ্জের অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রীথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান শুভ।
প্রতিবছরের ন্যায় এবারও তার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সহযোগিতা “উপহার সামগ্রী” নামে প্যাকেট গুলি পৌঁছে দিচ্ছেন উপজেলার কাঞ্চনপুর ইউপির ৪ শত অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঁঝে।
যার প্রতি প্যাকেটে থাকছে, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, তেল ১ লিটার, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি।
জানা যায়, খাদ্য সহযোগিতা “উপহার সামগ্রী” নামের এ প্যাকেট গুলি মোঃ কামরুজ্জামান শুভর নিজ জন্মস্থান উপজেলার কাঞ্চনপুর ইউপির অসহায় ও মধ্যবিত্ত পরিবারে পৌঁছানো হচ্ছে অত্যান্ত গোপনীয়তার সাথে।
এব্যাপারে রীথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান শুভ বলেন, এবার করোনা ভাইরাসের কারনে সরকারের ঘোষিত লকডাউন মানতে গিয়ে অফিস এবং ফ্যাক্টরি বন্ধ থাকায় গতবারের ন্যায় এবার অনেক কম পরিবারে এবং সল্প পরিসরে খাদ্য সহযোগীতা হিসেবে আমার এ উপহার সামগ্রী পৌঁছাতে পারছি। গতবারের তুলনায় এবার খাদ্যসামগ্রীর আইটেমও কম হয়েছে। এসময় তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
আপনার মূল্যবান মতামত লিখুন