রবিবার, ২৬ জুন ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন
জেড. এইচ.সুমনঃ রামগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ ইমদাদুল হক দায়িত্ববার গ্রহন করেছেন। ইমদাদুল হক ওসি আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হয়ে গতকাল শনিবার থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি লক্ষ্মীপুর সদর ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ ছিলেন। রামগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেনকে লক্ষ্মীপুর অপরাধ শাখায় পদায়ন করা হয়েছে।
সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক প্রতিদিন খবর ২৪কে জানান, তিনি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্রগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশের সম্মানিত ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) এবং লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ড. এএইচএম কামরুজ্জামান পিপিএম- সেবা মহোদয়ের প্রতি। সেই সাথে তিনি আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র জেলার সিনিয়রদের প্রতি। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সহিত থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও সন্ত্রাস নির্মুলে সকলের সার্বিক ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আপনার মূল্যবান মতামত লিখুন