শনিবার, ২৫ জুন ২০২২, ০৪:২৪ অপরাহ্ন
রামগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতি নিয়ে রামগঞ্জবাসীর উদ্দেশ্যে ইউএনও মুনতাসীর জাহান এর কিছু কথা। যা নিম্নে হুবহু তুলে ধরা হয়েছে,,,,,
রামগঞ্জের আপামর জনসাধারণ, শুনেছেন ইতোমধ্যে নিশ্চয়ই। কাঞ্চনপুর ইউনিয়নে নতুন করে একই পরিবারে দুজন করোনা আক্রান্ত হয়েছেন।এই নিয়ে মোট সংখ্যা দাঁড়ালো আঠারোতে।আর বিশেষ কি বলার আছে আপনাদের প্রতি।দোকানের সাটার ফেলে আগত ঈদের শপিং করেন,মহিলারাও বাড়ি ছেড়ে দলেদলে আসেন মার্কেটে, পুরুষ মানুষগণ দল বেঁধে আড্ডা দেন।একদিনেই পুরো মাসের বাজার লাগে সবার ।ঘরে থাকতে ভালো লাগেনা আপনাদের। শান্তিপ্রিয় এ এলাকাটিকে মৃত্যুপুরী হওয়া থেকে এবার ঠেকায় কে??আপনারা ঘরে থাকলে আমিওতো ঘরে থাকতে পারি,আমার পরিবারের কাছে থাকতে পারি।নিজেদের এরকম একগুঁয়ে ( যা ইচ্ছা তাই করা)স্বভাব কি কিছুদিনের জন্য ত্যাগ করতে পারিনা আমরা ?? এই সংযমের মাসে আসুন না, সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি করে প্রার্থনা করি পরিবারকে সাথে নিয়ে?আত্মশুদ্ধি করি।ভিতরের অশুভকে বিসর্জন দেই!!চেষ্টা করে দেখুন না একবার!!আমার বাসায় আমার পরিবারের সাথে ৫ ওয়াক্তেই জামাতে নামাজ পড়ি।আমার ছেলে ইমামতি করে আর তার পিছনে অন্যান্য সকলেই দাঁড়াই আমার চার বছরের ছোট্ট কন্যাশিশুসহ।আলহামদুলিল্লাহ ।আপনিও একাজটি করে পরখ করুন কি নির্মল প্রশান্তি আছে এতে! ।একটিবার দেখুন কতো ভালো লাগা কাজ করে!! ঘরে থাকা বা সরকারী নির্দেশনা মানা বা স্বাস্থ্যবিধি মানা এতো জটিল বা কষ্টসাধ্য কোনো কাজ না। কিছুদিনের জন্য অভ্যাসের বিষয় শুধুমাত্র এগুলো।।ভালো অভ্যেস গড়ে তুলুন,সুস্থ্য থাকুন।
“আল্লাহতায়ালা কখনোই বান্দাকে তার সাধ্যাতীত কষ্ট দেননা”…… ……. সূরা বাকারা
মুনতাসির জাহান
উপজেলা নির্বাহী অফিসার
রামগঞ্জ, লক্ষীপুর।
আপনার মূল্যবান মতামত লিখুন