রবিবার, ২৬ জুন ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এসময় শ্রমিকলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীদের মাঝে বিভিন্ন জাতের প্রায় ৪ শতাধিক ফলজ, বনজ ও ঔষুধি গাছ বিতরণ করা হয়।
বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা শ্রমিকলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, জেলা শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন ও যুগ্ন-আহবায়ক ইউছুফ পাটোয়ারীসহ বিভিন্ন বিভিন্ন শাখার নেতাকর্মীরারা।
জেলা শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ও বাংলাদেশ শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগ। তারই ধারাবাহিকতায় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এবং বিভিন্ন শাখার নেতাকর্মীকে অন্তত দুটি করে গাছে রোপণ করার পরামর্শ দেওয়া হয়। আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মূল্যবান মতামত লিখুন