রবিবার, ২৬ জুন ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন
জাকির এইচ সুমন ঃ “সফলতার জন্য আন্তরিকতার সঙ্গে নিরন্তর লেগে থাকতে হবে। মনে রাখতে হবে, শুধু নিজের জন্য বেঁচে থাকার উদ্দেশ্যে মানুষকে পৃথিবীতে আনা হয়নি, মানবতার কল্যাণে কাজ করাই আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিৎ।’’
এ মন্তব্য করেছেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
আজ ৫ সেপ্টেম্বরের রবিবার রাজধানীর বাংলামোটরে নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর নবাগত মেডিকেল ও বিক্রয় প্রতিনিধিদের প্রাথমিক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
আধুনিক হামদর্দ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আরো বলেন, হামদর্দ শিক্ষা ও স্বাস্থ্যখাতে দুর্বার এগিয়ে যাচ্ছে। সেই গতিকে আরো বেগবান করতেই তরুণদের প্রয়োজন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল।
স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মানবসম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান।
শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক বিপণন মো. শরীফুল ইসলাম এবং ভারপ্রাপ্ত পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
আপনার মূল্যবান মতামত লিখুন