রবিবার, ২৬ জুন ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ নোভেল করোনা ভাইরাসের দাপটে দীর্ঘদিন ধরে ঘরে থাকতে হচ্ছে সকল শ্রেনীপেশার মানুষকে। কোন কাজ না থাকায় ঘরে খাবার নেই। দরিদ্র শ্রেনীর লোকজন বিভিন্নভাবে ত্রান পেলেও মধ্যবিত্ত পরিবারে পৌছায়নি খাদ্য সহায়তা। মুখ খুলে বলতে কিংবা চাইতে পারে না মধ্যবিত্ত পরিবারগুলো। তাই তাদের কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে মধ্যবিত্ত পরিবারের জন্য “মায়ার আঁচল ” নামে খাদ্য সহায়তা করছে পুলিশ কর্মকর্তা রামগঞ্জ থানার এস আই মহসীন চৌধুরী।
অত্যান্ত গোপনীয়তার সাথে বিভিন্ন ইউনিয়নের মধ্যবিত্ত পরিবারে রাতে অাধাঁরে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন তিনি । চাল,ডাল,লবন, তৈল,অালু, সাবান ইত্যাদিসহ “মায়ার আচল” নামের এ প্যাকেট গুলি পোছে দেন তিনি নিজেই।
আপনার মূল্যবান মতামত লিখুন