রবিবার, ২৬ জুন ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের ঝুমুর এলাকায় লক্ষ্মীপুর পৌর শ্রমিক লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
পৌর শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় লক্ষ্মীপুর পৌর শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ।
পৌর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটওয়ারী। এসময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক হাসেম আহমেদ রুপকসহ পৌর শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ বলেন, বাঙালি জাতির মুক্তির আজ ৫০ বছর পূর্ণ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।
আপনার মূল্যবান মতামত লিখুন