রবিবার, ২৬ জুন ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) লক্ষ্মীপুরের রায়পুরের মীরগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটির নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ বায়েজীদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, কেরোয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহাবুব হাওলাদার, রায়পুর উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নুর নবী সুজন, কেরোয়া ইউনিয়ন যুবলীগ নেতা আকবর মৃধা, রায়পুর পৌর ছাত্রলীগ নেতা জুটন, কেরোয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আরিফ হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বায়েজীদ ভূঁইয়া বলেন, রাতের আধারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু। এদের দ্রুত প্রতিহত করা প্রয়োজন। কোনো ধর্মীয় সভায় যদি কোনো ধর্ম ব্যবসায়ী আরেকবার আমাদের অস্তিত্ব জাতির পিতাকে নিয়ে উসকানিমূলক কথা বলে তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন যুবলীগের সাবেক এ নেতা।
আপনার মূল্যবান মতামত লিখুন