রবিবার, ২৬ জুন ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ ৪ ডিসেম্বর মুজিব বাহিনীর অধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে দুই শতাধিক অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে যুবলীগ।
বুধবার (২ ডিসেম্বর) সকালে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর উদ্যোগে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ এ কম্বলগুলো বিতরণ করেন।
কম্বল বিতরণে ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগকে সার্বিক সহযোগীতা করেছেন গিয়াস উদ্দিন স্বপন।
এসময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুর রাজ্জাক রাসেল, যুগ্ন-আহবায়ক মোঃ হারুন, ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও যুবলীগ নেতা রাসেল মাহমুদ প্রমুখ।
উল্লেখ, শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালে ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ নূরুল হক ছিলেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।
শেখ ফজলুল হক মনি ব্যক্তি জীবনে ২ পুত্র সন্তানের জনক ছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী বেগম আরজু মনি শাহাদাৎ বরণ করেন।
১৯৬২-১৯৬৩ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শেখ মনি ষাটের দশকের গুরুত্বপূর্ণ প্রতিটি আন্দোলনে ছিলেন সামনের কাতারে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত মুজিব বাহিনীর মূল সংগঠক ও নেতাদের একজন ছিলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ মনি।
আপনার মূল্যবান মতামত লিখুন