শনিবার, ২৫ জুন ২০২২, ০৪:১১ অপরাহ্ন
জামাল উদ্দিন বাবলুঃ লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনোয়ারা বেগম (৬৫) ও তার মেয়ে ফাতেমাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মোঃ বাবলু নামে এক সিঙ্গাপুর প্রবাসীর বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে সদর উপজেলার বসুধূতা গ্রামের নোয়াব আলী ব্যাপারী বাড়িতে নিজ ঘরে এ হামলার শিকার হন মা-মেয়ে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে মা-মেয়ে দুইজনে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের কোমর ও মায়ের বাম হাতে জখমের চিহ্ন রয়েছে।
হামলাকারি বাবলু বসুধূতা গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ও প্রবাস ফেরত।
হাসপাতালে চিকিৎসাধীন মা-মেয়ে বলেন, তারা সাংসারিক বিষয় নিয়ে ঘরে বিতরে কথা-বার্তা বলেন, হঠাৎ করে তাদের (প্রতিবেশী) বাবলু লোকবল নিয়ে এসে তাদের ঘরের ওপরে হামলা ও মা-মেয়েকে বেদম মারধর করেন।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মোঃ জসিম বলেন, মারামারির ঘটনা কেউ পুলিশকে জানায়নি। তবে লেখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত লিখুন