শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:৩৬ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণসামগ্রী উপহার পেল। মঙ্গলবার (১২ মে) দুপুরে লাহারকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদ।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন মুশু পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান। ত্রাণ বিতরণ উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুবুল হক মাহবুবের সঞ্চলনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিজানুর রহমানসহ সকল ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রসঙ্গগত : জেলা পরিষদ পক্ষ থেকে জেলাব্যাপী ১০ হাজার অসহায় নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ত্রাণসামগ্রী উপহার হিসাবে বন্টন করে আসছে চেয়ারম্যান মোঃ শাহজাহান। লাহারকান্দি ইউনিয়নে ১৬০ পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
আপনার মূল্যবান মতামত লিখুন