রবিবার, ২৬ জুন ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পানপাড়া হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন পানপাড়া হাইস্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার স্কুল প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমি সামাজিক কোরবানী। শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিরদের মধ্যে থাকা অসচ্ছল পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে কোরবানীর মাংস।
জানা গেছে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন কয়েকজন শিক্ষার্থীর আর্থিক অনুদানের স্কুল প্রাঙ্গনে দুইট গরু কোরবানীর মধ্য দিয়ে প্রথম বারের মতো এই ‘সামাজিক কুরবানীর’ আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এই সামাজিক কোরবানী আমাদের নানা সামাজিক সেবামূলক কর্মকান্ডের একটি। আমারা চাই মানুষ তার শেকড়ের প্রতি দায়বদ্ধতা না ভুলে যাক।
তিনি বলেন, আগামী বছরগুলোতে এই আয়োজনকে আরো সম্প্রসারিত করে এর ধারাবাহিকতা থরে রাখাটাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজু বলেন, এই সামাজিক কোরবানীর বিষয়টি এবার প্রথমবারের মতো হলেও ভবিষ্যতে আরো বড় পরিসরে প্রতি বছর করার ইচ্ছা আছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের।
‘সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে এলে সকল উৎসব সকলের জন্য সমান ভাবে উপভোগ্য করে তোলা সম্ভব। এই সামাজিক কোরবানীর মাধ্যমে আমার একটা অংশগ্রহনমূলক উত্তম কাজের দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই,’ বলছিলেন রেজাউল।
সামাজিক কোরবানী আয়োজক কমিটির আহবাক শরিফুল হাসান বলেন, এ বছর এই সামাজিক কোরবানীর ফলে প্রায় তিন শাতাধিক মানুষ পবিত্র কোরবানীর মাংসের স্বাদ পেয়েছেন যা এই আয়োজকদের তৃপ্ত করেছে।
আয়োজনে সার্বিকভাবে সহায়তার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মূল্যবান মতামত লিখুন