রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ১ জন, কমলনগর উপজেলায় ২ জন, রামগঞ্জ উপজেলায় ৫ জন আক্রান্ত রয়েছেন। নতুন ৮ জনসহ জেলায় মোট করোনা আক্রান্ত রোগী ১৯৬ জন। এর মধ্যে ৬৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে ৩৭ জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ২৯ জনের। আর পজেটিভ আসে ৮ জনের। পজেটিভ ৮ জনের মধ্যে রামগঞ্জে ১ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা পজেটিভ আসে। তবে সনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এখনো কোন পজেটিভ রোগী লক্ষ্মীপুরে মারা যায়নি।
লক্ষ্মীপুরে সর্বমোট ১৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ৮০ জন, রায়পুরে ৩৭ জন, রামগঞ্জে ৪১ জন, রামগতিতে ১৭ জন ও কমলনগরে ২১ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন। তাদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ১৯ জন, সদরে ১৯ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ৬ জন, রামগতিতে ৮ জন এবং রায়পুরে ১৭ জন।
আপনার মূল্যবান মতামত লিখুন