শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:৩৩ অপরাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ করোনাভাইরাস আতঙ্কে লোকজন ঘর থেকে বের না হওয়ায় কয়েক দিন ধরে তাদের আয় নেই। পরিবারের সদস্যদের নিয়ে কষ্টের সময় কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষ গুলো। এমন কষ্টের দিনে তাদের পাশে দাঁড়িয়েছেন রামগঞ্জের পুলিশ কর্মকর্তা এস অাই মহসিন চৌধুরী। এসময় ৫০ পরিবারের মাঝে চাল, ডাল , তৈল,পেয়াজ, রসুন, অালু,মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।
শনিবার উপজেলার ভোলাকোট ও ভাদুর ইউনিয়নের ৫০টি পরিবারের প্রত্যেকের নিজ বাড়িতে গিয়ে এ সামগ্রী বিতরন করেন।
দীর্ঘদিন থেকে গরীব অসহায় মানুষের সেবা করে একজন মানবতার কর্মী হিসেবে সবার কাছে সুপরিচিত তিনি।পাশাপাশি কর্মক্ষেত্রেও যোগ্যতার সহিত দায়িত্ব পালনে চট্রগ্রাম বিভাগ ও লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ এসঅাই হিসাবে ৮ থেকে ১০বার স্বীকৃতি লাভ করেন পুলিশের এ কর্মকর্তা।
সহযোগিতা পেয়েছেন এমন কয়েকজন জানায়, সংকটময় মুহূর্তে মানবতার দূত হয়ে চাল,ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দিয়েছেন মহসিন চৌধুরী। এসময় এ পুলিশ কর্মকর্তার সার্বক্ষনিক মঙ্গল ও দীর্ঘাযু কামনা করেন তারা।
এস আই মহসিন চৌধুরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হাটবাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। এঅবস্থায় কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের শ্রমজীবিরা।তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাড়ালাম।
আপনার মূল্যবান মতামত লিখুন