শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ মহামারি করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ।
শনিবার (২৮ নভেম্বর) জেলা যুবলীগের সভাপতির নির্দেশে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের একটি ধানের খেতে কাঁচি হাতে নেমে সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকের ৮০ শতাংশ জমির পাকাধান কেঁটে দেন যুবলীগের নেতাকর্মীরা। পর্যায়ক্রমে অন্যান্য কৃষকদেরও পাকা ধান কেটে দিবে তারা।
এতে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আবদুল রাজ্জাক রাসেল, যুগ্ন-আহবায়ক মোঃ হারুনুর রশিদ হারুন, আহসান উল্লাহ হাসান, যুবলীগ নেতা মনির, সোহেল, জিকু, লাতু, মোরশেদ, আব্বাস, রাছেল মাহমুদ, রাকিব, হৃদয়সহ আরো অনেকে।
যুবলীগ সূত্র জানায়, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর নির্দেশনায় করোনা বিপর্যয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় লক্ষ্মীপুর যুবলীগ।
জানতে চাইলে ইউনিয়ন যুবলীগে আহবায়ক আবদুর রাজ্জাক রাসেল বলেন, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ভাইয়ের নির্দেশনায় ইউনিয়নের ২৫-৩০ জন যুবলীগ নেতাকর্মী কাঁচি হাতে নেমে পড়েন পাকাধানের মাঠে। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা চরমনসা গ্রামের এক কৃষকের প্রায় ৮০ শতাংশ জমির পাকা ধান কেটে দেন।
আপনার মূল্যবান মতামত লিখুন