শনিবার, ২৮ মে ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
জেড এইচ সুমনঃ লক্ষীপুরের রামগঞ্জে মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২২ইং) দুপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার খান। সরকারেে সমন্মিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ৫০% ভূর্তুকি দিয়ে ৩২লাখ টাকার ওই কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়। উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের কৃষক আবদুল কাদেরের হাতে এমপি আনোয়ার খান ওই মেশিনের চাবি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি,উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন,৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
আপনার মূল্যবান মতামত লিখুন