রবিবার, ২৬ জুন ২০২২, ১১:২২ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জেলার রায়পুরে করোনা উপসর্গ নিয়ে মোজাম্মেল হোসেন মোহন (৬৪) নামের এক সাবেক রেলওয়ে কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে বামনী ইউনিয়নের পর্ব কাঞ্চনপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।মোজাম্মেল হোসেন মোহন একই এলাকার মৃত মোহাম্মদ উল্যার পুত্র ও সাবেক রেলওয়ে কর্মকর্তা।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ৩ দিন আগে ঢাকা থেকে জ্বর, সর্দি কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ীতে আসেন। এই অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়।
শুক্রবার রাতে তার অবস্থা আরও গুরুতর হলে সকালে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, কয়ের দিন আগে আমি তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য চট্টগ্রাম পাঠাই।
রিপোর্ট শুক্রবার পর্যন্ত আমাদের হাতে আসেনি। এরই মধ্যই তার শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথা বেড়ে যায় এবং তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা খবর দিয়েছেন।
আপনার মূল্যবান মতামত লিখুন