রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:৫৭ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে অহনা আক্তার (৬) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত অহনা ওই এলাকার মো. হামিদের মেয়ে। ও স্থানীয় মাদারাসায়ে আবু হুরায়রার প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, রোববার (১৪ জুন) সন্ধ্যায় অহনা নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্বজনরা। ধারণা করা হচ্ছে, পুকুর পাড়ে গেলে পা পিছলে অহনা পানিতে পড়ে ডুবে যায়।
চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় পুলিশের পক্ষ থেকে ছাত্রীর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত লিখুন